বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ১৫ ও ১৬ মে

১২ মে, ২০২২ ০২:০০  
২০২২ সালের প্রথম গ্রহণ চাক্ষুষ করেছেন বিশ্ববাসী। আংশিক সূর্যগ্রহণ হয়েছিলো গত ৩০এপ্রিল। এবার পালা চন্দ্রগ্রহণের। আগামী ১৫ এবং ১৬ মে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই মহাজাগতিক মুহূর্তে চাঁদের রঙ হবে লালচে। খবর স্পেস ডটকম ও টিভি৯বাংলা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় এক সরলরেখায় অবস্থান করবে সূর্য, পৃথিবী এবং চাঁদ। আর তার ফলে পৃথিবী চাঁদের উপর একটি ছায়া বা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি করবে। প্রায় পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে চাঁদ। আর তবেই সম্পূর্ণ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাতের আকাশে লক্ষ্য করা যাবে এই গ্রহণ। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে এটি। দেখা যাবে উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা সর্বত্র, মধ্য ও পশ্চিম ইউরোপ এবং আফ্রিকার বেশ কিছু অংশ থেকে। আগামী ১৫ এবং ১৬ মে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। এ বছরের প্রথম গ্রহণের (আংশিক সূর্যগ্রহণ) কয়েক সপ্তাহ পরেই ফের গ্রহণ দেখা যেতে চলেছে। প্রথমে দেখা গিয়েছিল আংশিক গ্রহণ এবং তা ছিল সূর্যগ্রহণ। এবার দেখা যাবে পূর্ণগ্রাস গ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আসন্ন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করবে পৃথিবী। এর দলে পৃথিবীর গাঢ় অন্ধকার ছায়া পড়বে চাঁদের উপর, যাকে বলা হয় আমব্রা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চাঁদের গোলাকার অংশের প্রায় ৯৯.১ শতাংশ পৃথিবীর আমব্রার আড়ালে ঢাকা পড়বে। ডিবিটেক/বিএমটি